চোখের নিচে কাল দাগ পড়লে কার না ভাল লাগে। এই সমস্যায় অনেকে পড়ে থাকি। আজ আপনাদের এমন টিপস দিবো যা মেনে চললে আপনি সহজে চোখের নিচের কাল দাগ থেকে মুক্তি পাবেন।
ভিটামিন ইঃ ভিটামিন ই ক্যাপসুলের ভিতরের তেল চোখের নিচে লাগালে চোখের নিচের কাল দাগ দূর হবে।
শসার রসঃ শসার রস চোখের নিচের কাল দাগ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । চাইলে চাক হিসেবেও চোখের উপর ১০-১৫ মিনিট দিয়ে রাখতে পারেন। চোখের কাল দাগ দূর করতে পার্লারে শসার ব্যবহার করে থাকে।
আলুঃ কাঁচা আলু বেটে বা পেস্টের মতো করে চোখের উপরে মাখিয়ে ১০-১৫ মিনিট রাখুন। দ্রুত উপকার পাবেন।
কাজু বাদামঃ কাজু বাদাম বেটে দুধের সঙ্গে মিশিয়ে চোখের চারপাশে লাগালে ভাল উপকার পাবেন।
পর্যাপ্ত ঘুম ঃ ঠিকমত না ঘুমালে চোখের নিচে কাল দাগ পড়ে। কাজেই ঠিকমত ঘুমান।
টমেটোঃ এক চা চামচ টমেটোর রসের সাথে লেবুর রস মিশিয়ে চোখে লাগান এবং ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুইবার অন্তত এই প্যাক লাগাতে হবে।
কমলাঃ কমলার রসের সঙ্গে দুই ফোঁটা গ্লিসারিন মিশিয়ে চোখের নিচে লাগালে কাল দাগ দূর হবে ।
বাদাম তেলঃ রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে বাদাম তেল চোখের নিচে লাগান ।
আপনারা আরও বেশি স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে এই ওয়েবসাইটের সাথেই থকুন ।
0 Comments