সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বাসে উঠলে যাদের বমি হয় তাদের জন্য দারুন টিপস



 



আমরা অনেকেই বাসে চড়লে বমি করি । আবার অনেকে বাসের নাম শুনলেই বমি  করে। তাদের জন্য নিয়ে এসেছি সুখবর। আপনি কি বমি থেকে রক্ষা পেতে চান ? তাহলে মন দিয়ে টিপসটি পড়ুন আশা করি আপনার সমস্যার সমাধান হবে। 


বাসে উঠলে করণীয় ও বর্জনীয় কাজগুলি  

  • চলতি বাসে কখনো পিছনের দিকে তাকাবেন না । সামনের দিকে তাকান । 
  • বমি হবে  ওমন কথা কখনো মাথায় আনবেন না । বরং অন্য চিন্তা মাথায় আনুন। 

  • জানালার পাশে সিট নিন এবং জানালাটি খুলে দিন যাতে বাতাস আপনার শরীরে লাগে । দুরের যাত্রা হলে মাঝে-মাঝে বিরতি দিন । 
  • আদা কুচি-কুচি করে কেটে নিন । সাথে একটু লবন মিশিয়ে খান( যখন বমি বমি ভাব হবে তখনি খাবেন) । 
  • এছাড়া লবঙ্গ খেতে পারেন বমি বমি ভাব হলে। 
  • দারচিনি ও বমি দূর করতে বেশ কার্যকরী। 
  • পুদিনা পাতার রস বমি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
  • সমস্যা বেশি হলে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর বাসে উঠুন।   
দুয়া করি আপনার বাসে চড়া সফল হোক । আর সব ভয় দূর হোক । সবাই ভাল থাকবেন । আর আমার ওয়েবপেইজের সাথেই থাকুন। 

Post a Comment

0 Comments