সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

তুলসী সম্পর্কে গোপন বিদ্যা

 

তুলসির উপকারিতা যা অনেকে জানে না
                 

তুলসির উপকারিতা যা অনেকে জানে না

 

আমরা কম- বেশি সবাই তুলসী গাছ সম্পর্কে জানি । কিন্তু সব কি আর জানি । আজ আপনারা বিস্তারিত জানতে পারবেন এই টিপস থেকে । সবাই সাথে থাকুন ।  

 হাজার গুনে ভরা তুলসী । যা আমরা অনেকেই জানি না । আজ আপনারা তুলসির ব্যবহার ও তুলসির গুন সম্পর্কে অজানা তথ্য  জানবেন । 

* জ্বর সারাতেঃ পানির সঙ্গে তুলসী পাতা ও এলাচ নিন । পরে ফুটিয়ে পান করুন । দেখবেন জ্বর খুব তাড়াতাড়ি চলে গেছে ।  

* মাথা ব্যথাঃ মাথা ব্যথা রোগে তুলসী বেশ উপকারী ।  

* সর্দি-কাশিঃ  আদা+তুলসি+মধু এক সাথে খেলে সর্দি-কাশি ভাল হয় । 

* মুখের দুর্গন্ধ দূর করতে ঃ অনেকে মুখে দুর্গন্ধ নিয়ে চিন্তায় থাকেন । তারা কয়েকদিন তুলসীর রস মুখে নিয়ে কিছুক্ষণ রেখে কুলি করবেন । কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার মুখের দুর্গন্ধ দূর হয়ে গেছে ।  

* মানসিক চাপ  নিয়ন্ত্রণে রাখেঃ চায়ের সাথে তুলসী পাতা দিয়ে চা খেলে শারীরিক ও মানসিক আবসাদ দূর হয় । 

* রোগ- প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেঃ   নিয়মিত তুলসীর রস খেলে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ে ।  

* মুখের রুচি বাড়াতে ঃ যাদের খাবারের প্রতি অরুচি তারা  খালি পেটে তুলসীর রস খাবেন। দেখবেন রুচি বেড়ে গেছে । 

* চোখের সমস্যা দূর করতেঃ রাতে তুলসী পাতা ভিজিয়ে সকালে ওই পানি দিয়ে চোখ ধুলে  চোখের সমস্যা দূর হয় । 

* কানের ব্যথা দূর করতেঃ দিনে ২ বার ২ ফোঁটা করে করে তুলসীর রস লাগালে কানের ব্যথা কমে । 

 * ডায়াবেটিসকে নিয়ন্ত্রণেঃ প্রতিদিন একটি করে তুলসীর রস খেলে ডায়াবেটিকস নিয়ন্ত্রণে থাকে । 

* দাতের ব্যথা কমাতে ঃ প্রথমে একটি গল মরিচ ও কয়েকটি তুলসী পাতা নিন। তারপর একসঙ্গে বেটে বড়ি বানিয়ে শুকিয়ে নিন । দাতের ব্যথা শুরু হলে দাতের গোঁড়ায় লাগান আরাম পাবেন। 

এছাড়া বিভিন্ন প্রকার ত্রান্তিক কাজ করা হয় তুলসী পাতার রস দিয়ে । 

আমার এই ওয়েবসাইটে সব কিছুর বিস্তারিত বর্ণনা দিয়ে থাকি । আশা করি এগুলি আপনাদের উপকারে লাগবে । এই সাইটের আরও টিপসগুলি পড়ুন আর সুস্থ থাকুন । 


Post a Comment

0 Comments