উকুনের জ্বালায় আর ভাল লাগে না। আমাদের দেশে একটা জিনিস খুব বেশি লক্ষ করা যায় তা হল মাথায় উকুন হওয়া । ছেলেদের চাইতে মেয়েরা উকুনের সমস্যায় বেশি পড়ে থাকেন। তবে কথা এখন একটাই, উকুন তাড়ানোর সমাধান চাই।
অনেক লোক আছেন যারা লজ্জার কারনে সবার সামনে বলতেও পারেন না। উকুন যে কোন বয়সী মানুষের হতে পারে । এতে কররে চিন্তার কোন কারন নেই । কারন আজ আমি আপনাদের উকুন তাড়ানোর গুপ্তবিদ্যা বলবো। যে টিপসগুলি অনুসরন করলে আমি অনায়সে আপনার মাথার উকুন তাড়ানোর সমাধান পেয়ে যাবেন।
সর্বপ্রথম আমারা জেনে নেই উকুন কেন হয়?
* চুল অপরিস্কার থাকলে
* ভেজা চুল বেঁধে রাখলে
* ঠিকমত চুলের যত্ন না নিলে
* উকুন আছে এমন ব্যক্তির সংস্পর্শে গেলে বা তার পাশে ঘুমালে।
* অন্যর তোয়ালে ব্যাবহার করলে
উকুন দূর করতে যা ব্যাবহার করবেন
* ২ চামচ রসুন বাটা ,২ চামচ ভিনেগার,২ চামচ পানি ও ১ চামচ অলিভ অয়েল একসাথে মিশিয়ে নিন। পরে ২০-৩০ মিনিট মাথায় রেখে আপনি মাথা ভাল করে ধুলে ফেলুন। এভাবে সপ্তাহে ২-৩ দিন করুন । কিছুদিন পর আপনাকে ছেড়ে উকুন পালাবে।
* ২ চামচ রসুন বাটার সাথে ১ চামচ লেবুর রস মিশিয়ে মাথায় মেখে ৪০-৪৫ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন।
* তুলসির রস মাথায় লাগিয়ে ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এভাবে কয়েকদিন ব্যাবহার করলে মাথার উকুন দূর হবে।
* টি ট্রি অয়েল, ল্যাভেন্ডার অয়েল ও মৌরির তেল উকুন দূর করতে কার্যকর ভূমিকা পালন করে। ভেজিটেবল অয়েল এর সাথে উপরের যে কোন তেলের মিশ্রণ ঘটিয়ে চুলে লাগান এবং ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
ভেজিটেবল অয়েল হল সোয়াবিন, ভুট্টাদানা, অলিভ, বাদাম, তিল, তিসি দিয়ে তৈরি এক প্রকার হলুদ রঙের তেল
* নারকেল তেল ও কর্পূর একসাথে মিশিয়ে একটু গরম করে মাথায় লাগাবেন এবং ১ ঘণ্টা রেখে দিবেন। আস্তে- আস্তে উকুন চলে যাবে।
* আদা ও লেবু একত্রে বেটে মাথায় দিলেও উকুন দূর হয়। এক্ষেত্রে মাথায় ৩০-৪০ মিনিট রাখতে হবে।
* পেয়াজ বাটা উকুন দূর কপ্রতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২ চামচ পরিমান পেয়াজ বাটা মাথায় দিয়ে ৪০-৫০ মিনিট অপেক্ষা করতে হবে এর পর হাল্কা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই পদ্ধতিটি সপ্তাহে ১ বার করতে পারেন ।
উপরোক্ত টিপসগুলি আপনাদের উপকারে আসবে বলে আসা করি। সবাই ভাল থাকবেন। আর একটি কথা বাজারে উকুন নাশক শ্যাম্পু পাওয়া যায় যা ব্যবহার করলে আপনার চুলের ক্ষতি হবে। সেগুলি ব্যবহার থেকে দূরে থাকুন । এই প্রাকৃ্তিক পদ্ধতি অনুসরন করলে আপনার মাথার উকুন দূর হবে এবং সাথে- সাথে চুল ও ভাল থাকবে।
0 Comments