সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আজ থেকেই আপনার চুল পড়া বন্ধ হবে।

 

আপনি কি চুল পড়া নিয়ে চিন্তিত? ১০০% ফলাফল পেতে টিপসগুলি পড়ুন ।

আপনি কি চুল পড়া নিয়ে চিন্তিত? ১০০% ফলাফল পেতে টিপসগুলি পড়ুন ।

 

পেয়াজ ও ধুপ ঃ আপনার মাথার চুল ঝরতে শুরু করলে  আপনি পেয়াজের সাথে ধুপের গুড়া মিশিয়ে মাথায় লাগান এতে করে আপনার নতুন চুল গজাবে। যারা চুল পড়ার জন্য ঔষধ খুজছেন । তারা এখনই  টিপসটি অনুসরন করুন । ( ১০০% প্রমানিত  )  বড় মুদিখনার  দোকানে গেলে ধুপ পাওয়া যায়। 

মেথি ;    আমরা হয়ত অনেকেই জানি না যে মেথিতে  ভিটামিন সি এবং আয়রন ও পটাশিয়াম রয়েছে। । চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রোটিন মেথিতে রয়েছে। রাতে ২ চামচ মেথি ভিজিয়ে রেখে সকালে গোসলের সময় বেটে মাথায় কিছুক্ষণ লাগিয়ে রাখুন। পরে ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারের পর দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়েছে । 

কন্ডিশনারঃ কন্ডিশনার  আপনার চুলকে সিল্কিই করে না বরং চুলের গোঁড়া  মজবুত করে । 

আমলকীঃ আমরা অনেকেই জানি আমলকী দেহের জন্য বেশ উপকারী । দেহের পাশাপাশি চুলের জন্য ও খুব উপকারী । আমলকী চুলের গোঁড়া শক্ত করে ও নতুন চুল গজাতে সাহায্য করে। ১ চামচ আমলকীর সাথে ১ চামচ লেবুর রস মিশিয়ে রাতে মাথায় লাগাতে হবে । পরে সকালে ধুয়ে ফেলতে হবে। 

তেল ব্যবহারঃ অনেকে তেল ব্যবহার করতে চায় না । কিন্তু চুল বড়, শক্ত ও মজবুত করতে চায় ।  তাদের বলবো নিয়মিত মাথায় নারকেলের তেল,অলিভ অয়েল , বাদাম তেল , সরষের তেল ব্যবহার করবেন। এতে করে আপনার চুলের গোঁড়া শক্ত ও মজবুত হবে । 

মেশিনে চুল শুকানো বন্ধ করুনঃ অনেকে ভেজা চুল পছন্দ করে না। তাই মেশিনে চুল শুকিয়ে থাকেন । কিন্তু আপনি কি জানেন এর ফলে আপনার চুল অকালে পরে যাচ্ছে ?

নিম পাতাঃ মাথায় কোন ইনফেকশনের করণে চুল পড়লে নিমপাতার রস মাথায় লাগাবেন । 


এছাড়া কোন রোগের কারনে যদি চুল পরে যায় তাহলে অবশ্যই কোন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে দেখা করবেন । 

সবার সুস্থ কামনা করছি । সবাই ভাল থাকবেন । আর আমার ওয়েবসাইটটি ঘুরে দেখবেন । স্বাস্থ্য বিষয়ক সকল টিপস এখানে পাবেন । 

 

 



Post a Comment

0 Comments