যে কারনে মাথায় খুসকি হয়
খুশকি আসলে আমাদের ত্বকের মরা কোষ। এটি কোন রোগের কারনে ও হতে আবার কারন ছাড়াও হতে পারে । তবে এটি মাথায় বেশিদিন থাকলে আপনার চুল পড়া শুরু হতে পারে। মাথা ঠিকমত পরিষ্কার না থাকলে খুসকির উপদ্রব বেশি দেখা যায়। এছাড়া শীতকালে ও বর্ষাকালে একটু বেশি পরিমাণ দেখা যায়। মাথার ত্বক শুষ্ক হয়ে খুসকির রূপ ধারণ করে। খুসকি যে কারনেই হোক না কেন, এটি দূর করা প্রয়োজন। নিচের টিপসগুলি অনুসরন করলে ভাল ফল পাবেন।
খুসকি দূর করার উপায়
খৈলঃ আমাদের দেশে খৈল নামে এক প্রকার গরুর খাদ্য রয়েছে। সরিষা ঘানিতে ভাঙ্গানোর পর থেকে যা পাওয়া যায়। খৈল খুসকি দূর করতে গুরুত্বপূর্ণ ভুমুকা পালন করে। রাতে বাটিতে ভিজিয়ে রেখে সকালে গোসলের সময় শ্যাম্পুর মত ব্যবহার করবেন।
অ্যালোভেরা ঃ যাদের হাতের কাছে অ্যালোভেরা আছে তারা মাথায় এটি ব্যবহার করলে ভাল ফল পাবেন।
অলিভ অয়েল ঃ খুশকির সমস্যা দূর করতে জলপাই তেল বা অলিভ অয়েল অদ্বিতীয় । কারণ জলপাই তেল প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজার এবং ক্লিনজার হিসেবে কাজ করে । মাথায় অলিভ অয়েল মাখলে চুল আঠালো মনে হতে পারে । কিন্তু এতে সমস্যা নেই। অলিভ অয়েল নিয়মিত মাথায় ও দাঁড়িতে দিলে সহজে চুল ও গোঁফ -দাঁড়ি পাকে না।
কর্পূর ঃ নারকেল তেলের সাথে কর্পূরের তেল মিশিয়ে রাতে ১০-১৫ মিনিট ধরে ঘষে ঘষে চুলের গোড়ায় মাখুন। সকালে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ দিন ব্যাবহার করতে পারেন।
বেকিং সোডাঃপানির সাথে ব্রেকিং সোডা মিশিয়ে মাথায় ঘষুন। এতে ধীরে- ধিরে খুসকি চলে যাবে।
লেবুঃ মাথায় লেবুর রস মেখে একটু ঘষে নিন। এর পর এক কাপ পানির সাথে ১ চামুচ লেবুর রস মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। খুশকি না কমা পর্যন্ত প্রতিদিন এভাবে ব্যবহার পারেন।
মেথিঃ নারকেল তেলের সাথে মেথি মিশিয়ে নিয়মিত এই মেথি মেশানো তেল মাথায় মাখুন । রাতে মেখে সকালে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যাবহার করলে খুসকি থেকে রেহাই পাবেন।
লবণঃ মাথায় হালকা করে করে লবণ ব্যবহার করে তারপর শ্যাম্পু করলে ভাল সুবিধা পাবেন।
0 Comments