আমাদের সমাজের তরুনেরা না বুঝে যে ভুলটি করে তার মধ্যে হস্তমৈথুন একটি। হস্তমৈথুন এমন একটি অভ্যাস যা আপনাকে একবার পেয়ে বসলে আপনি সহজে সেখান থেকে বেড়িয়ে আসতে পারবেন না । কিন্তু আপনি কি জানেন হস্তমৈথুন করলে কি হয়? আজ আলোচনা করবো হস্তমৈথুন সম্পর্কে যা জানলে আপনি হয়ত জীবনে আর হস্তমৈথুন করবেন না।
হস্তমৈথুনের অপকারিতা
ইসলামিক দৃষ্টিতে হস্তমৈথুন হারাম।এটি একটি জখন্য কাজ । হস্তমৈথুনের ফলে বীর্য অপচয় বলে অন্য ধর্মেও নিেষধ আছে । এছাড়াও যে সমস্যাগুলি হয় তার যেমন,
# দৃষ্টি শক্তি দুর্বল করে দেয় ।
# অতিরিক্ত হস্তমৈথুনের ফলে মানসিক অস্থিরতা বৃদ্ধি পায়। কোন কিছুই ভাল লাগে না।
# শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
# শরীর দুর্বল হয়ে পড়ে ।
# শারীরিক ও মাথা ব্যথা করে ।
# যৌন ক্রিয়ায় সাথে জড়িত স্নায়ুতন্ত্র দুর্বল করে ।
# হজমশক্তি কমে যায় ।
# বীর্য পাতলা হয়ে যায় ।
# লিঙ্গ ছোট হয়ে যায় ।
# লিঙ্গের আগা মোটা ও গোরা চিকন হয়ে যায়।
# সহবাসে স্থায়িত্ব কমে যায় ।
# অকালে বীর্যপাত হয়ে যায় ।
# মেয়েদের যোনীতে ঘা হয়ে যায় ।
# শুক্রাণুর সংখ্যা কমে যায় ।
একবার সহবাস করলে একজন পুরুষের পুরুষাঙ্গ থেকে যে বীর্য বের হয় তার পরিমান ৪০ কোটির ও বেশি। হস্তমৈথুনের ফলে শুক্রাণুর পরিমান কমতে শুরু করে এবং সেটি ২০ কোটির নিচে নামলে ওই বীর্যে আর বাচ্চা হয় না ।
কাজেই আপনিও সাবধান । হস্তমৈথুন থেকে দূরে থাকুন। মুসলমান হলে নামাজ আদায় করুন ও পাক - পবিত্র থাকার চেষ্টা করুন। নিজের শরীরকে ভালবাসুন । সুস্থ থাকুন ।
আমি পরবর্তীতে হস্তমৈথুন থেকে কিভাবে বেঁচে থাকা যায় তার একটি টিপস দিবো । সবাই আমার সাথে থাকবেন । ধন্যবাদ সবাইকে ।
0 Comments